জার্মান ভাষার সার্টিফিকেট পাওয়ার উপায় কি
জার্মান বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন অথবা সেখানকার কোনো কোম্পানিতে চাকরির লক্ষ্য যা–ই হোক না কেন, এ জন্য প্রথমেই প্রয়োজন জার্মান ভাষায় দক্ষতা অর্জন। বাংলাদেশি শিক্ষার্থীরা যাঁরা জার্মানিতে পড়াশোনার জন্য যেতে চান, তাঁদের জন্যই এবারের আলোচনা। কমন ইউরোপীয় ফ্রেমওয়ার্ক অব রেফারেন্স ফর ল্যাঙ্গুয়েজ (সিইএফআর) অনুযায়ী, জার্মান ভাষায় দক্ষতা যাচাইয়ের স্তর ছয়টি—এ১, এ২, বি১, বি২, সি১ ও সি২। এই ছয় স্তর যাচাইয়ের জন্য বিভিন্ন বয়সের বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ধরনের পরীক্ষার আয়োজন করে গ্যোটে ইনস্টিটিউটের বাংলাদেশ শাখা। আন্তর্জাতিকভাবে স্বীকৃত এ পরীক্ষাগুলোয় উত্তীর্ণের…