অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষা
বাংলাদেশের মানুষের কাছে ক্রিকেট দেশ হিসেবে অস্ট্রেলিয়া বেশ পরিচিত। কিন্তু উচ্চশিক্ষা অর্জনের ক্ষেত্রে বাংলাদেশের শিক্ষার্থীদের কাছে অধিক জনপ্রিয় অস্ট্রেলিয়া। তাই দেশের শিক্ষার সমাপ্তি শেষে মানসম্মত উচ্চশিক্ষার জন্য প্রতিবছর দেশের হাজারো শিক্ষার্থী পাড়ি জমায় অস্ট্রেলিয়ায়। বর্তমানে অস্ট্রেলিয়া উচ্চশিক্ষায় বিশ্বের তৃতীয় জনপ্রিয় দেশ। বিশ্বের শীর্ষতম কিছু বিশ্ববিদ্যালয় রয়েছে অস্ট্রেলিয়ায়। আবেদনের যোগ্যতা সমূহ –• একাডেমি রেজাল্ট মিনিমাম ৫৫-৬০% মার্কস থাকতে হবে।• আন্ডার গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের জন্য আই,এই,এল টি এস স্কোর ৬ অথবা টোয়েফল-এ ৫৫০ থাকতে হবে• পোস্ট গ্র্যাজুয়েট, এমবিএ বা রিসার্চ প্রোগ্রামে শিক্ষার্থীদের জন্য আই,এই,এল টি এস…