যুক্তরাজ্যে উচ্চ শিক্ষার সুযোগ
পুরো পৃথিবীতে UK এর শিক্ষাব্যবস্থা প্রশংসনীয় এবং স্বীকৃত। বাংলাদেশের অনেক স্টুডেন্টদের স্বপ্নের দেশ এই UK । এখনকার দিনে ভিসা পাওয়ার রেশিও খুব ভাল। তবে UK তে পড়াশুনার জন্য আপনার তিনটা দিক খেয়াল রাখতে হবে প্রথমত, মোটামুটি ভাল রেজাল্ট দ্বিতীয়ত, আর্থিক সচ্ছলতা এবং তৃতীয়ত, মিনিমাম IELTS স্কোর তবে কিছু কিছু ক্ষেত্রে Medium of Instruction Certificate দিয়েও ভর্তির সুযোগ আছে। UK তে Masters প্রোগ্রাম গুলো সাধারণত ১ বছরের হয়ে থাকে। UK তে জানুয়ারি, মে এবং সেপ্টেম্বরে সেমিষ্টার শুরু হয়। ভিসার পেতে সাধারণত দুই থেকে তিন মাস সময় লাগে। কাজেই সেমিষ্টার শুরুর ৫-৬ মাসে আগে ভর্তির প্রক্রিয়া শুরু করতে হয়। গ্রাজুয়েশনের পরে দুই বছরের Work Permit সহ থাকছে Permanent Residence এ আবেদনের সুযোগ।
স্কলারশিপের সুযোগঃ
ষ্টুডেন্টদের জন্য যোগ্যতার ভিত্তিতে রয়েছে বিভিন্ন স্কলারশিপ, ওয়েভার । কিছু কিছু ইউনিভার্সিটি এনট্রেন্স স্কলারশিপ, ভাইস চ্যান্সেলর স্ক্লারশিপ দিয়ে থাকে সেই ক্ষেত্রে যারা আগে ভর্তির আবেদন করে তারা এই সূযোগ গুলো পেতে পারে। তাছাড়া ভর্তির পরে থাকছে সরকারি বেসরকারি বিভিন্ন স্কলারশিপে আবেদনের সুযোগ।
আবেদনের যোগ্যতা সমূহঃ
১। একাডেমি রেজাল্ট মিনিমাম ৬০% মার্কস থাকতে হবে
২।ব্যাংক স্পন্সার হিসেবে 20- 25 লাখ টাকা দেখাতে হবে
৩।IELTS Score 6.00 অথবা সমমানের ইংলিশ প্রফিসেন্সি সনদ থাকতে হবে
UK তে যে যে বিষয়ে পড়তে পারবেনঃ
1. Engineering Management
2. Civil Engineering
3. Mechanical Engineering
4. Mechatronic Engineering
5. Computer Science and Engineering
6. Information and Communication Technology
7. Electrical and Electronic Engineering
8. Telecommunication Engineering
9. Medical Science
10. Human Resources Management
11. Public Health
12. Social Science
13. Agriculture Science
14. Creative Arts and Design
15. Accounting & Finance
16. BBA ও MBA
17. Project Management
18. Supply Chain Management
19. Healthcare Administrator
20. Data Analyst
21. LLB ও LLM
UK তে টিউশন ফি:
টিউশন ফি £8000- £13000 প্রতি বছর হতে পারে । তবে কলেজে গেলে টিউশন ফি একটু কম হবে এবং কলেজ থেকে ইউনিভার্সিটিতে গেলে ভিসা পাওয়ার চান্স বেশি থাকে। Masters প্রগ্রামে মোট টিউশন ফি সাধারণত £13000 – £17000 হয়ে থাকে।
UK তে থাকা খাওয়ার খরচ:
থাকা খাওয়া বাবদ মাসে £300 থেকে £400 মত খরচ হতে পারে। আর এই সব কিছুই ডিপেন্ড করে আপনি কিভাবে লাইফ লিড করছেন তার উপর।
UK তে পার্টটাইম জব:
সপ্তাহে ২০-২২ ঘণ্টা আর ছুটির সময় ফুল টাইম কাজ করা যাবে।বর্তমানে UK Government স্টুডেন্টদেরকে ক্যাম্পাসের বাইরেও কাজ করার অনুমতি দিচ্ছে। পেইড ইন্টার্নশীপ সুযোগ রয়েছে।
আরও বিস্তারিত তথ্য এবং ভর্তি সম্পর্কিত সেবার জন্য জন্য যোগাযোগ করতে পারেন Admission.ac (a concern of Daffodil Family) অফিসের ০১৮৪৭৩৩৪৭৩১ এই নাম্বারে ।