ডিআইআই টি এবং অ্যাডমিশন ডট এসি মধ্যে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক সমঝোতা চুক্তি স্বাক্ষর
বিদেশে উচ্চশিক্ষা প্রত্যাশী শিক্ষারথিদের সহায়তা প্রদান করার লক্ষে ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটি ( ডিআইআই টি ) এবং অ্যাডমিশন ডট এসি ১লা জুন ২০২২ তারিখে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির অধীনে,ডিআইআইটির শিক্ষার্থীরা বিদেশে স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি, স্কলারশিপ, ক্রেডিট ট্রান্সফার, চাকরি/ইন্টার্নশিপ প্লেসমেন্টের ক্ষেত্রে সহায়তা পাবে। তাছাড়া, শিক্ষার্থীরা নির্দিষ্ট কিছু বিদেশি বিশববিদ্যালয়ে ফ্রি আবেদনের সুযোগ পাবে পাশাপাশি শিক্ষার্থীরা অ্যাডমিশন ডট এসির বিভিন্ন সেবা যেমন IELTS কোর্স , এসওপি এবং ভিসা ইন্টারভিউ প্রশিক্ষণ, শিক্ষা এবং ক্যারিয়ার মেন্টরিং উপভোগ করতে পারবে।এই চুক্তির মূল উদ্দেশ্য হল শিক্ষার্থীদের বৈচিত্র্যময় কর্মজীবনের সুযোগের জন্য ক্যাম্পাস প্রাঙ্গনে একটি সহায়ক পরিবেশ তৈরি করা।
অনুষ্ঠানে অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ফ্যামিলির সম্মানিত সিইও, মোহাম্মদ নুরুজ্জামান, ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটির অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ সাখাওয়াত হোসেন এবং অ্যাডমিশন ডট এসির হেড অব অপারেশনস কাজী মেসবাহ উর রহমান ।
অ্যাডমিশন ডট এসি বিদেশে উচ্চশিক্ষা প্রত্যাশী শিক্ষারথিদের অনন্য সেবা প্রদানকারি প্রতিষ্ঠান হিসেবে ২০১৩ সাল থেকে সুনামের সাথে কাজ করে আসছে। প্রতিঠানটি বিশ্বের বিভিন্ন প্রান্তে 400+ বিশ্ববিদ্যালয়ের সাথে সংযুক্ত। বিদেশে উচ্চশিক্ষার গ্রহণ আগ্রহী শিক্ষার্থীদের জন্য বিশ্বের বিভিন্ন দেশে র্ভতির আবেদন থেকে শুরু করে ভিসা প্রসেসিং পর্যন্ত সব ধরনের সহযোগিতা করে যাচ্ছে। এছাড়াও এডুকেশন এক্সপো, স্টাডি অ্যাবরোড বিষয়ক সেমিনার সহ বিভিন্ন ওয়েবিনার এর আয়োজন করে যাচ্ছে যা শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও ক্যারিয়ারের মধ্যে মেলবন্ধন তৈরি করে।