উচ্চশিক্ষার জন্য চীনে যেতে চান, জেনে রাখুন কিছু বিষয়
বিপদে ছোটখাটো ঝামেলাও অনেক বেশি পীড়া দেয়। আর সেই বিপদ যদি বিদেশের মাটিতে হয়, তাহলে তো কথাই নেই। কেননা, প্রবাদে আছে ‘বিদেশে লাউয়ের কাঁটা পায়ে ফোটে’। তবে বিদেশ আসার আগে কিছু সতর্কতা অবলম্বন করলে অনেক কঠিন বিষয়ও সহজ হয়ে যায়। তাই যে দেশেই যাওয়া হোক না কেন, আগে থেকে সে দেশের নিয়মনীতি, সেখানে পৌঁছানোর পরে প্রাথমিকভাবে করণীয় বিষয়গুলো আগে থেকে জেনে রওনা হলে সেখানে পৌঁছে অনেক অনাকাঙ্ক্ষিত ঝামেলা এড়িয়ে চলা যায়। চীনে যাওয়ার পর প্রাথমিকভাবে একজন আগন্তুক যেসব সমস্যার সম্মুখীন…