আয়ারল্যান্ড অ্যাডমিশন ডে ২৭ এপ্রিল
ভালো ক্যারিয়ার ও জীবনযাত্রার জন্য অনেকে বিদেশে উচ্চশিক্ষার জন্য যান। প্রতিবছর বাংলাদেশ থেকে হাজারো শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান বিশ্বের বিভিন্ন দেশে। বিদেশে উচ্চশিক্ষার জন্য উল্লেখযোগ্য পরিমাণে সময় ও অর্থের খরচ করতে হয়। এ ক্ষেত্রে স্বল্পব্যয়ে পড়াশোনা এবং ভালো ক্যারিয়ার ও জীবনযাত্রার জন্য আয়ারল্যান্ড হতে পারে অন্যতম গন্তব্য। আয়ারল্যান্ডের বিশ্ববিদ্যালয়গুলো বাংলাদেশি শিক্ষার্থীদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে। এর অন্যতম কারণ কম টিউশন ফি, মানসম্পন্ন শিক্ষা ও স্থায়ী নাগরিক হওয়ার সুযোগ।
বাংলাদেশ থেকে আয়ারল্যান্ডে পড়তে আগ্রহী শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয়েছে আয়ারল্যান্ড অ্যাডমিশন ডে। এতে আয়ারল্যান্ডের বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধিরা ভার্চ্যুয়ালি যুক্ত থাকবেন। অ্যাডমিশন ডে’তে আগ্রহী শিক্ষার্থীরা কোর্স ফি, স্কলারশিপ, আবেদন প্রক্রিয়া সম্পর্কে জানতে পারবেন। এই অ্যাডমিশন ডে বেলা ১১টায় শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত। ২৭ এপ্রিল (শনিবার) ঢাকার বনানীর ১৬ কামাল আতার্তুক অ্যাভিনিউয়ে হ্যামলেট টাওয়ারে অনুষ্ঠিত হবে এই অ্যাডমিশন ডে।
আইইএলটিএসের (IELTS) পরিবর্তে ডুয়োলিংগো (Duolingo) ও পিটিই (PTE) টেস্ট আয়ারল্যান্ডের বিশ্ববিদ্যালয়গুলোর কাছে গ্রহণযোগ্য। অন্য অনেক দেশের চেয়ে আয়ারল্যান্ডে জীবনযাত্রার ব্যয়ও তুলনামূলকভাবে কম। শিক্ষার্থীরা ২০ ঘণ্টা খণ্ডকালীন কাজ করার সুযোগ পান।
আয়ারল্যান্ডের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্য আছে ট্রিনিটি কলেজ ডাবলিন (Trinity College Dublin), ইউনির্ভাসিটি কলেজ ডাবলিন (University College Dublin), ইউনির্ভাসিটি অব গ্যালওয়ে (University of Galway), ইউনির্ভাসিটি কলেজ কর্ক (University College Cork), ইউনির্ভাসিটি অব লিমেরিক (University of Limerick) ও ডাবলিন সিটি ইউনির্ভাসিটি (Dublin City University) প্রভৃতি।
সূত্রঃ প্রথম আলো