আইপিসিসি স্কলারশিপ, বছরে ১৫ হাজার ইউরোর সঙ্গে নানা সুযোগ

আইপিসিসি স্কলারশিপ, বছরে ১৫ হাজার ইউরোর সঙ্গে নানা সুযোগ

জলবায়ু পরিবর্তনসংক্রান্ত আন্তসরকারি প্যানেল হলো আইপিসিসি। জলবায়ু পরিবর্তন–সম্পর্কিত বিজ্ঞানভিত্তিক মূল্যায়নের জন্য জাতিসংঘের একটি সংস্থা আইপিসিসি। রাজনৈতিক নেতাদের জলবায়ু পরিবর্তন, এর প্রভাব ও ঝুঁকি–সম্পর্কিত পর্যায়ক্রমিক বৈজ্ঞানিক মূল্যায়ন প্রদান, সেই সঙ্গে অভিযোজন ও প্রশমন কৌশলগুলো তুলে ধরার কাজ করে আইপিসিসি। ১৯৫ সদস্যর এই সংস্থার যাত্রা শুরু ১৯৮৮ সালে। এই আইপিসিসি বৃত্তি দেয়। এ বৃত্তির অর্থ আসে ২০০৭ সালের নোবেল শান্তি পুরস্কারের প্রাপ্ত অর্থ থেকে। এর সঙ্গে যুক্ত হয়েছে অন্য দাতাদের অর্থও।

উন্নয়নশীল দেশ ও ক্রান্তিকালীন অর্থনীতির দেশগুলোর ২৪ শিক্ষার্থী সপ্তম রাউন্ডে (২০২৩-২৫) আইপিসিসি বৃত্তি পেয়েছে। ২০১১ সালে প্রথম পুরস্কারের পর থেকে এখন পর্যন্ত ১১৬ শিক্ষার্থী আইপিসিসির সহায়তা পেয়েছে।

একজন বৃত্তি পেলে প্রতিবছর ১৫ হাজার ইউরো করে পাবেন। দুই বছর (২০২৫–২৭) এ বৃত্তি পাবেন শিক্ষার্থীরা।

আবেদনপত্রের সঙ্গে যা যা করতে হবে

  • জাতীয় পরিচয়পত্র।
  • পাসপোর্ট।
  • গবেষণাপ্রস্তাব (সর্বোচ্চ ৫ থেকে ১৫ পৃষ্ঠা পর্যন্ত)।
  • নিজের শিক্ষাপ্রতিষ্ঠানের সুপারিশপত্র।

আবেদন শেষ: আগামী ১৩ এপ্রিলে।

সুত্রঃ প্রথম আলো

Comments are closed.