MBBS/MD পড়ার সেরা সুযোগ: কিরগিজস্তানে সাশ্রয়ী খরচে আন্তর্জাতিক মানের মেডিকেল শিক্ষা
উচ্চ মাধ্যমিক শেষ ? স্বপ্ন ডাক্তার হওয়ার?
কিন্তু পাবলিক মেডিকেলের সিট স্বল্পতা এবং প্রাইভেট মেডিকেলের উচ্চমূল্য টিউশন ফী নিয়ে আতংক ?
তবে সেক্ষেত্রে বিদেশে MBBS/MD করতে পারেন খুব সহজে।
✔ কেন বিদেশ থেকে MBBS পড়বেন ?
→ আন্তর্জাতিক মানসম্পন্ন সার্টিফিকেট অর্জনের পাশাপাশি প্রথম সুবিধা হচ্ছে বাংলাদেশের থেকে খরচ অনেকটা কম এবং শুরুতেই সব টাকা না দিয়ে সেমিস্টার অনুযায়ী দেয়া যায় যা অনেক মধ্যবিত্ত পরিবারের জন্যই আর্শীবাদ। প্রতিটি মেডিকেল ইউনিভার্সিটি WHO এবং BMDC এপ্রুভ যার ফলে গ্রাজুয়েশন শেষ করে দেশে এবং দেশের বাহিরে চিকিৎসা পরিচালনা করা সম্ভব। এছাড়াও নেই কোনো IELTS / TOEFL এর ঝামেলা।
✔ কোন কোন দেশ থেকে MBBS/MD করতে পারেন?
→ আমাদের দেশ থেকে প্রতি বছর হাজারো শিক্ষার্থী বিশ্বের বিভিন্ন দেশে MBBS/MD করতে যাচ্ছেন যেমন: ইন্ডিয়া , চীন ,কিরগিজস্তান, জর্জিয়া। এদের মধ্যে কিরগিজস্তান এর কথা না বললেই নয় যা বিগত দিনগুলোতে মেডিকেল ইউনিভার্সিটি ইচ্ছুক শিক্ষার্থীদের প্রথম পছন্দ কারণ এখানে রয়েছে বিশ্বের সুনামধন্য মেডিকেল ইউনিভার্সিটি যেখানে রয়েছে উন্নত প্রযুক্তি সম্পন্ন ল্যাবে প্রাকটিস করার সুযোগ,অত্যন্ত যোগ্যতাসম্পন্ন শিক্ষক মণ্ডলী এবং তাদের উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের ক্রমাগত চিকিৎসা শিক্ষা প্রদান এবং পেশাদারী চিকিৎসক হিসেবে গড়ে তোলা।
✔ কিরগিজস্তান থেকে পড়ে কি বাংলাদেশে মেডিকেল প্রাকটিস করা যায়?
→ জী ,করা যায়। তাছাড়াও মজার ব্যাপার হচ্ছে কিরগিজস্তানের প্রতিটি ইউনিভার্সিটি USMLE এপ্রুভ যার ফলে কেউ এখন থেকে পাশ করে ইউরোপ , আমেরিকাতে গিয়েও মেডিকেল প্রাকটিস করতে পারবে।
✔ থাকা – খাওয়ার খরচ কেমন হতে পারে এবং হালাল খাবার কতটুকু সহজলভ্য?
→ প্রথমেই বলতে চাই, কিরগিজস্তান একটি ৯০% মুসলিম সমৃদ্ধ দেশ। তাই এখানে হালাল খাবার খুব সহজে যেমন পাওয়া যায় তেমন খাবারের দাম ও অনেকটা কম। এছাড়াও থাকা খাওয়ার খরচ অনেকটা আমাদের দেশের মতই।
✔ মেয়েদের জন্য কতটুকু নিরাপদ ?
→ মেয়েদের পড়াশুনার জন্য এশিয়ার সবচেয়ে নিরাপদ দেশগুলোর মধ্যে অন্যতম হল কিরগিজস্তান। যেহেতু কিরগিজস্তান একটি মুসলিম সমৃদ্ধ দেশ তাই মেয়েদের নিরাপত্তার বিষয়ে এই দেশের সরকার বদ্ধপরিকর।
তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন Admission.AC এর সাথে। আমাদের রয়েছে সুদক্ষ টিম