তুরস্কের বেসরকারি বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ, সম্পূর্ণ টিউশন ফি–মাসিক উপবৃত্তি–আবাসন–স্বাস্থ্যবিমা সুবিধা

তুরস্কের বেসরকারি বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ, সম্পূর্ণ টিউশন ফি–মাসিক উপবৃত্তি–আবাসন–স্বাস্থ্যবিমা সুবিধা

বাংলাদেশ থেকে যাঁরা উচ্চশিক্ষার জন্য বাইরে যেতে চান, তাঁদের জন্য একটি গন্তব্য হতে পারে তুরস্ক। শিক্ষাব্যবস্থা ও গবেষণার কারণে দেশটির বিশ্ববিদ্যালয়গুলো অর্জন করছে জনপ্রিয়তা। বাংলাদেশি শিক্ষার্থীদের জন্যও দেশটি উচ্চশিক্ষার অন্যতম আকর্ষণীয় গন্তব্য। শিক্ষার্থীদের জন্য আছে নানা সুযোগ-সুবিধা ও স্কলারশিপ। তেমনি একটি স্কলারশিপ কোক স্কলারশিপ। স্নাতকোত্তর ও পিএইচডিতে দেওয়া হয় এ বৃত্তি। এর কেতাবি নাম ‘কোক বিশ্ববিদ্যালয় স্কলারশিপ-২০২৫’।

কোক বিশ্ববিদ্যালয় তুরস্কের ইস্তাম্বুলে একটি বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। ১৯৯৩ সালে ইস্তিনেতে অস্থায়ী ক্যাম্পাসে যাত্রা শুরু করলেও, ২০০০ সালে স্থায় ক্যাম্পাসে স্থানান্তরিত হয়।

স্নাতকোত্তরে সুযোগ-সুবিধা—

*সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করবে

*মাসে মাসে উপবৃত্তি

*আবাসন সুবিধা

*বেসরকারি স্বাস্থ্যবিমা সুবিধা

*বৈজ্ঞানিক ইভেন্টে অংশ নিতে ভ্রমণ খরচ দেবে

পিএইচডিতে সুযোগ-সুবিধা—

*সম্পূর্ণ টিউশন ফি মওকুফ

*মাসে মাসে মিলবে উপবৃত্তি

*আবাসন সুবিধা

*বেসরকারি স্বাস্থ্যবিমা সুবিধা

*ফ্রি এইচজিএস (ফাস্ট ট্রানজিট পাস) সুবিধা মিলবে

*বৈজ্ঞানিক ইভেন্টে অংশ নেওয়ার ভ্রমণ খরচ

*ল্যাপটপ সুবিধা

*ফ্রি এইচজিএস (ফাস্ট ট্রানজিট পাস) সুবিধা দেবে;

আবেদনের যোগ্যতা—

*আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে

*একাডেমিক ফলাফল ভালো হতে হবে

*স্নাতকোত্তরে আবেদনে স্নাতক ডিগ্রিধারী হতে হবে

*পিএইচডিতে আবেদনে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে

*ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে

দরকারি কাগজপত্র—

*পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের কপি/ছবি

*পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (সিভি)

*একাডেমিক সব সার্টিফিকেট ও মার্কশিট

*ইংরেজি ভাষা দক্ষতা পরীক্ষার সনদ (জিম্যাট/টোয়েফল)

*স্টেটমেন্ট অব পারপাস (এসওপি)

*রেফারেন্স লেটার

*ক্ষেত্র–সম্পর্কিত অভিজ্ঞতা প্রয়োজন

*তিনটি প্রবন্ধ থাকতে হবে

*নন-থিসিস প্রোগ্রামের জন্য আবেদন ফি প্রদানের স্লিপ

*পারিবারিক আয়ের প্রমাণপত্র

*অন্যান্য ডকুমেন্টেশনেরও প্রয়োজন হতে পারে (নির্দিষ্ট প্রোগ্রামের প্রয়োজনীয়তা দেখে নিতে হবে)

আবেদনের পদ্ধতি—

আবেদনকারীকে ইউনিভার্সিটির অফিশিয়াল ওয়েবসাইটে ঢুঁ মেরে প্রয়োজনীয় শর্তাবলি মেনে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ—

১৫ মে ২০২৫

সুত্রঃ প্রথম আলো

Comments are closed.