যুক্তরাজ্যের শেফিল্ড বিশ্ববিদ্যালয়ে মেরিট স্কলারশিপ, বৃত্তি বছরে ১০ হাজার পাউন্ড
যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব শেফিল্ড ২০২৪ সালে ৭৫ জন শিক্ষার্থীকে ইন্টারন্যাশনাল আন্ডারগ্র্যাজুয়েট মেরিট স্কলারশিপ দেবে। এ স্কলারশিপে শিক্ষার্থীরা প্রতিবছর ১০ হাজার পাউন্ড বৃত্তি পাবেন। বাংলাদেশি মুদ্রায় ১৩ লাখ ৭৪ হাজার ৪১৪ টাকার বৃত্তি। ১৬ নভেম্বর ১ পাউন্ড সমান ১৩৭ দশমিক ৪৪ টাকা ধরে এই হিসাব করা হয়েছে।
আবেদনের জন্য গুরুত্বপূর্ণ তারিখ
•২০২৩ সালের অটাম সেশনে আবেদন শুরু হবে;
•আবেদনের শেষ দিন ২২ এপ্রিল, ২০২৪, বেলা ১টা (ইউকে সময়);
•স্কলারশিপ পাওয়া শিক্ষার্থীদের নাম ঘোষণা করা হবে ১৫ মে ২০২৪;
•কেউ স্কলারশিপ পেলে আবেদনকারীকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে বৃত্তির অফার গ্রহণ করতে হবে।
আবেদনকারীর যোগ্যতা—
•ইন্টারন্যাশনাল আন্ডারগ্র্যাজুয়েট মেরিট স্কলারশিপ প্রোগ্রামটি ২০২৪ সালের অটাম সেশনে শুরু হবে;
•মেডিসিন ও ডেন্টিস্ট্রি ছাড়া সব স্নাতক ডিগ্রি এ প্রোগ্রামের আবেদন করতে পারবেন;
•আবেদনকারীদের অবশ্যই নিজের অর্থে টিউশন ফি পরিশোধ করতে হবে;
•তৃতীয় পক্ষের দ্বারা স্পনসরশিপ গ্রহণযোগ্য নয়;
• আবেদনকারীদের অবশ্যই প্রথম বা দ্বিতীয় বছরে শেফিল্ড বিশ্ববিদ্যালয়ে একটি ডিগ্রি প্রোগ্রামে প্রবেশ করতে হবে।
- আবেদনের বিস্তারিত দেখুন এখানে