কুইন এলিজাবেথ বৃত্তিতে নেই টিউশন ফি, বিমানভাড়া-বসবাসসহ আছে নানা ভাতা
বিদেশি শিক্ষার্থীদের ফুল ফ্রি স্কলারশিপ দিচ্ছে অ্যাসোসিয়েশন অব কমনওয়েলথ ইউনিভার্সিটিজ। এই বৃত্তির কেতাবি নাম ‘কুইন এলিজাবেথ কমনওয়েলথ স্কলারশিপ’। কমনওয়েলথভুক্ত দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির আবেদন করতে পারবেন। নির্ধারিত কয়েকটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা যাবে এ বৃত্তি পেলে। স্কলারশিপের সুযোগ-সুবিধা— *সম্পূর্ণ টিউশন ফি প্রদান করা হবে;*মাসিক ভাতা প্রদান;*গবেষণা সহায়তা প্রদান;*যাতায়াতের বিমানভাড়া;*বসবাসের জন্য ভাতা। আবেদনের যোগ্যতা ও দরকারি কাগজপত্র—*আবেদনকারীদের কমনওয়েলথভুক্ত দেশের নাগরিক হতে হবে;*নির্দিষ্ট বয়সসীমা নেই;*আবেদনকারীদের অবশ্যই আগে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের এবং কোর্সের মানদণ্ড পূরণ করতে হবে;*একাডেমিক পেপারস;*দুটি রেফারেন্স লেটার;*স্টেটমেন্ট অব পারপাস;*ইংরেজি ভাষা…