ড্যাফোডিল এডুকেশন নেটওয়ার্কের উদ্যোগে ‘ড্যাফোডিল এডুকেশন এক্সপো – ২০২৩’
‘শিক্ষা দক্ষতা এবং চাকরি’ এ প্রতিপাদ্য নিয়ে দেশের শীর্ষস্থানীয় শিক্ষা পরিবার ড্যাফোডিল এডুকেশন নেটওয়ার্কের উদ্যোগে রাজধানীর ধানমন্ডিতে ড্যাফোডিল প্লাজায় অনুষ্ঠিত হয়ে গেল দু’দিনব্যাপী (১৭-১৮ সেপ্টেম্বর ২০২৩) “ড্যাফোডিল এুকেশন এক্সপো ২০২৩”। ড্যাফোডিল পরিবারের ২৯ টি শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে প্লে গ্রুপ থেকে পোস্ট গ্র্যাজুয়েট পর্যন্ত এক ছাদের নীচে শিক্ষার সার্বিক সুযোগ-সুবিধার পসরা নিয়ে আয়োজন করা হয়েছিল এ এডুকেশন এক্সপো। ১৭ সেপ্টেম্বর দুপুর ১২ টায় প্রধান অতিথি হিসাবে এ মেলার উদ্বাধন করেন ঢাকা-১০ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব সফিউল ইসলাম মহিউদ্দীন, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ এর পরিচালক (বিজনেস ডেভেলাপমেন্ট) মিসেস সারওয়াত রেজা। বক্তব্য রাখেন, ড্যাফোডিল ইন্টারন্যাশানাল ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. নাদির বিন আলী, পরিচালক (হিসাব ও অর্থ) হামিদুল হক খান, ডিআইআইটি’র অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ সাখাওয়াত হোসেন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ ড. মোঃ মাহামুদুল হাসান, দীপ্তি’র নির্বাহী পরিচালক রথীন্দ্র নাথ দাস, ড্যাফোডিল পলিটেশনিক ইহ্নটিটিউটের পরিচালক কে এম পারভেজ ববি।
উক্ত এুকেশন এক্সপো তে অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে ছিল এডমিশন এসি, দেশের শীর্ষস্থানীয় শিক্ষা বিষয়ক কনসালটেন্সি ফার্ম। বিদেশে উচ্চশিক্ষা, স্কলারশিপ, ক্যারিয়ার কাউন্সেলিং ইত্যাদি বিষয়ে এডমিশন এসির দক্ষ কাউন্সেলরগন অত্যন্ত সফলতার সাথে দেশব্যাপি শিক্ষার্থীদের সহায়তা করে আসছে। এুকেশন এক্সপোর প্রথম দিনে অর্থাৎ ১৭ই সেপ্টেম্বর, এডমিশন এসি আয়জন করেছিল “স্পট অ্যাসেসমেন্ট সেশান” ও ”স্টাডি আব্রোড সেমিনার”এবং ২য় দিনে অর্থাৎ ১৮ই সেপ্টেম্বর ছিল এক্সপার্ট কাউন্সেলর দ্বারা স্টাডি আব্রোড বিষয়ক কনসালটেন্সি।
দেশের অন্যতম টপ র্যাাংক্ড প্রাইভেট বিশ্ববিদ্যালয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, জাতীয় বিশ্ববিদ্যালয় এর অধীনে ৭ টি সেরা প্রতিষ্ঠান, কারিগরি শিক্ষাবোর্ড এর অধীনে ৫ টি পলিটেকনিক, আন্তর্জাতিক মানের কলেজ, জাতীয় ও আন্তর্জাতিক কারিকুলামে দেশের সর্ববৃহৎ স্কুল, ২৫০+ প্রফেশনাল ও স্কিল ডেভেলপমেন্ট কোর্স এবং স্কলারশীপ সহ বিদেশে উচ্চশিক্ষার সুযোগ নিয়ে এডমিশন এসি, দেশের শীর্ষস্থানীয় শিক্ষা কনসালটেন্সি নিয়ে ড্যাফোডিল এডুকেশন নেটওয়ার্ক এ শিক্ষা মেলার আয়োজন করছে। দুদিন ব্যাপী এ শিক্ষা মেলায় আরো ছিল শিক্ষার বিভিন্ন পর্যায়ে ভর্তির সুযোগ-সুবিধা সম্বলিত তথ্যসহ শিক্ষা বিষয়ক প্রদর্শনী, ওয়ার্কশপ ও সেমিনার, একাডেমিক কম্পিটিশন ও জব সল্যূশান সুবিধা।